বিগত কিছুদিন আগে যারা RAJUK কর্তৃক আয়োজিত Urban Resilience Program (URP) এর আওতায় S. Eng. training প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, আশা করি সবাই পরবর্তী S. Eng. Exam এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। যাদের ব্যস্ততার কারনে লেকচারগুলো ভালভাবে শোনার সময় হয় নি অথবা বারবার শুনতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্টের নীচের লিংকে ক্লিক করে Google play store থেকে S. Eng. Training Apps ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি এখানে যেভাবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী লেকচারগুলো সাজানো হয়েছে তাতে আপনাদের প্রয়োজনীয় যেকোন লেকচার সহজেই শুনতে পারবেন। আরও আছে PRP-portal নামে একটি মেনু যেখানে লিংকে ঢুকে Training & Exam সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি পেয়ে যাবেন। আশা করি ছোট্ট এই Apps টি আপনাদের উপকারে আসবে।
https://play.google.com/store/apps/details?id=com.technsoftlover.sengtraining